Breaking News

দেশ ছেড়েছেন সব উপদেষ্টা!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাতে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবকু পোস্ট দিতে থাকেন অনেকেই।

এবার ছড়িয়ে পড়া ওই গুজব নিয়ে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও।’ ফেসবুকে দেওয়া এই পোস্ট মজা করে লিখেছেন কি না, তা বলেননি তিনি। ওই পোস্টের শেষে অবশ্য আসিফ মাহমুদ লেখেন, ‘সোর্স: চালাই দেন।’

এর আগে গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে নানা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতভর গুজবের পর এ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই তিনি এ পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: যুগন্তর

Check Also

হঠাৎ পদত্যাগ! সবাইকে দুশ্চিন্তায় ফেলে বিদায় ঘোষণা দিলেন তিনি

পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির আর তিন সপ্তাহও বাকি নেই। এখনো পাকিস্তানের তিন ভেন্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *