Breaking News

মোবাইলে বিয়ে, দেশে এসে প্রবাসী জানলেন স্ত্রী অ’ন্তঃসত্ত্বা

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এক গৃহবধূকে জোর করে শা*রীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নি*র্যা’ত’ন দ’ম’ন আইনে শ্বশুরের বিরুদ্ধে মা*ম’লা করে। পরে অভিযুক্ত শ্বশুরকে আ’ট’ক করে আদালতের মাধ্যমে জে’লে পাঠায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রায় ১ বছর আগে ১৫ বছর বয়সী এক কিশোরীর সাথে মোবাইলফোনে ভিডিও কলে চৌদ্দগ্রামের এক প্রবাসী যুবকের বিয়ে হয়। বিয়ের পর ওই কিশোরী গৃহবধূ তার শ্বশুরবাড়িতেই বসবার করছে। মাস দেড়েক আগে প্রবাস থেকে দেশে ফেরেন তার স্বামী। সম্প্রতি স্ত্রী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিলে জানতে পারেন, স্ত্রী কয়েক মাসের গ*র্ভবর্তী। পরে এ ঘটনায় আজ সকালে শ্বশুরের বিরুদ্ধে থানায় মা*মলা করে ওই গৃহবধূ।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘মেয়েটি বাল্যবিবাহের শি*কা’র হয়েছিল। সে নিজেই বাদী হয়ে আজ শ্বশুরের বিরুদ্ধে ধ *র্ষ ণে*র অভিযোগে মা’ম’লা দায়ের করেছে। পরে তাৎক্ষণিক অ’ভি’যা’ন চালিয়ে এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আ’ট*ক করা হয়েছে।

তিনি আরও বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর আসামিকে আদালতের মাধ্যমে জে’লে পাঠানো হয়েছে। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, প্রায় ১ বছর আগে অভিযুক্ত ব্যক্তির প্রবাসী ছেলের সাথে মুঠোফোনে বাদীর বিবাহ হয়।

বিয়ের পর সে স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়িতে থাকত। এর মধ্যে তার প্রতি খারাপ দৃষ্টি পড়ে শ্বশুরের। নানা সময় পুত্রবধূকে প্রসাধনী, খাবার ও মূল্যবান জিনিস উপহার দিতেন তিনি। এমনকি স্বর্ণের গয়নাসহ জমি লিখে দেওয়ার প্রলোভন দেখাতেন। গত বছরের ১৮ আগস্ট তার শাশুড়ি বাবার বাড়িতে গেলে এ সুযোগে ভোরবেলা ঘুমিয়ে থাকা অবস্থায় পুত্রবধূকে ধ* র্ষ *ণ করেন শ্বশুর। এরপর ধ র্ষ* ণে* র ঘটনাটি প্রকাশ করলে তাকে প্রাণে মে**রে ফেলার হু*ম’কি দেন তিনি।

এজাহারে আরও বলা হয়, ৩ মাস আগে দেশে আসেন তার প্রবাসী স্বামী। দেড় মাস আগে সে শারীরিক অ*সুস্থতা বোধ করে। তখন বুঝতে পারে, সে অ*ন্তঃসত্ত্বা। সর্বশেষ ১৮ মার্চ স্বামীকে নিয়ে সে একটি প্রাইভেট হাসপাতালে গিয়ে জানতে পারে, সে কয়েক মাসের অ*ন্তঃসত্ত্বা।

Check Also

ইসলাম গ্রহণ করতে চান রোনালদো? যা জানা গেল…

ফুটবল তারকা ক্রিশ্চিয়ান রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *