Breaking News

অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি চাল ফ্রি দিচ্ছে সরকার, আবেদন করতে হবে যেভাবে

সারাদেশের অসচ্ছল নারীদের মাসে ৩০ কেজি করে ফ্রিতে চাল দেবে সরকার। ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগামী দু’বছর (২০২৫ ও ২০২৬ সাল) এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।

ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের (ভিডব্লিউবি) ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগী নির্বাচনের জন্য একটি ওয়েব পোর্টাল ও অ্যাপ করা হয়েছে। এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত দেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর আওতায় আগামী জানুয়ারি থেকে দেশের দরিদ্র নারীকে দুই বছর মেয়াদে, প্রতি মাসে খাদ্য সহায়তা হিসেবে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

১) শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী
২) বয়স ২০ থেকে ৫০ বছর
৩) জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক
৪) পরিবারের স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই এবং কোন উপার্জনক্ষম সদস্য নেই

আবেদন প্রক্রিয়া

অনলাইনে dwavwb.gov.bd অথবা mygov.bd অথবা VWB মোবাইল এ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান থেকে এবং ১০৯ ও ৩৩৩ হটলাইন নাম্বারে কল করে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আবেদনের পর ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই করে উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করবে।

Check Also

আইনজীবী হত্যার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন মূল হোতা চন্দন

বাংলাদেশের সাম্প্রদায়িক উগ্রতা সৃষ্টি ও রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বিতর্কিত বহিষ্কৃত নেতা চিন্ময় দাস গ্রেপ্তারের পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *