Breaking News

প্রথমবার যারা ডেট করতে যাচ্ছেন তাঁদের জন্য রইল কিছু টিপস

ডেটের জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কিন্তু প্রথম ডেটে উত্তেজনা যেমন থাকে, ততোটাই যুক্ত হয় স্নায়ুচাপ। কারণ এর ওপরই নির্ভর করে একটি সম্পর্কের ভবিষ্যৎ।

ডেট

প্রথম দর্শনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে গিয়ে অনেকে এমন বিব্রতকর কাণ্ড ঘটিয়ে ফেলেন যে, প্রথম ডেট শেষ ডেটে পরিণত হয়!

প্রথমবার যারা ডেট করতে যাচ্ছেন তাঁদের জন্য রইল কিছু টিপস-

বলুন কম, শুনুন বেশি

প্রথমবার ডেটে গিয়ে নিজের বিষয়ে একনাগাড়ে কথা বলে যাবেন না। ওপাশের মানুষটিকে কথা বলতে দিন। তার শখ, স্বপ্ন, পছন্দের খাবার, ঘোরার প্রিয় স্থান নিয়ে জানার আগ্রহ দেখান। এই সম্পর্ক ঘিরে তার প্রত্যাশা কী তা নিয়েও মন খুলে আলোচনার সুযোগ করে দিন।

ভড়কে দিতে মানা

শুধু নিজেকে নিয়ে কথা বলতে থাকলে প্রেমিক বা প্রেমিকা বিরক্ত বোধ করবে, এ আশঙ্কা থেকে আপনি তাকে অনর্গল প্রশ্ন করার সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটিও ভুল করবেন। এতে সামনের মানুষটির কাছে মনে হতে পারে যে, আপনি তাকে জেরা করছেন। নিজে স্বাভাবিক থাকুক, এবং তাকেও স্বাভাবিক থাকতে সাহায্য করুন।

ফোন দেখা নয়

প্রথম দেখায় অনেকেই কী বলবেন বুঝতে পারেন না। অস্বস্তি কাটাতে বারবার নিজের ফোন চেক করেন অথবা ফেসবুক স্ক্রল করতে থাকেন। এতে আপনার সামনে থাকা মানুষটি অপমানিত বোধ করতে পারেন এবং আপনি আসলে তার প্রতি আগ্রহী নয়, এমন একটি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

সম্পর্ক ভাঙার জন্য দায়ী এই ৫ কারণ, জানুন সমাধানসম্পর্ক ভাঙার জন্য দায়ী এই ৫ কারণ, জানুন সমাধান
প্রাক্তনের প্রসঙ্গ নয়

একান্ত প্রসঙ্গ না উঠলে প্রাক্তনকে নিয়ে প্রথম সাক্ষাতে কোনো কথা বলতে যাবেন না। সঙ্গী যতটুকু জানতে চান, ঠিক ততোটুকুই বলবেন। বারবার ঘুরেফিরে আগের সম্পর্কের কথা বলতে থাকলে ঐ মানুষটি ধরেই নেবেন যে, আপনি আসলে এখনও পুরোনো সম্পর্ক থেকে বের হতে পারেন নি।

কথা হবে চোখে চোখে

যে কোনো সম্পর্কের ভিত গড়ে তোলে যোগাযোগ। অনেক সময় মুখের ভাষা যা বলে উঠতে পারে না, চোখ সেই অনুভূতি ব্যক্ত করে দেয়। ডেটে গিয়ে অবশ্যই একজন আরেকজনের চোখে চোখ রেখে কথা বলবেন। এর মাধ্যমে আপনার তাঁর প্রতি আগ্রহ আর মনোযোগও স্পষ্ট হবে।

অস্বস্তিকর পোশাক নয়

আরামের চেয়ে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পোশাক বাছাইয়ের একরকম চর্চা আমাদের মধ্যে আজকাল গড়ে উঠেছে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে প্রথমবার দেখা করার সময় অবশ্যই আরামদায়ক পোশাক বাছবেন। এমন কিছু পরবেন না, যা আপনি আগে পরেননি বা যে পোশাকে আপনি নিজে স্বচ্ছন্দ নন। নইলে হিতে বিপরীত হতে পারে।

আপনার প্রিয় মানুষটিই কি সঠিক জীবনসঙ্গী? বুঝে নিন এই ৫ উপায়েআপনার প্রিয় মানুষটিই কি সঠিক জীবনসঙ্গী? বুঝে নিন এই ৫ উপায়ে
ভনিতা নয়

প্রথম ডেটে সঙ্গীর সামনে নিজেকে সবাই সেরা হিসেবে তুলে ধরতে চায়। একবার সম্পর্ক জুড়ে গেলে ‘ইম্প্রেস’ করার সুযোগ ভবিষ্যতেও আসবে। কিন্তু রোজ সকাল ১০টায় ঘুম থেকে ওঠা কেউ যদি বলে ভোর ৬টায় জগিং ছাড়া তার দিন শুরু হয় না, সেটি বাড়াবাড়ি। একেবারে প্রথম দিন থেকেই নিজের ব্যাপারে সত্যটুকু তুলে ধরুন।

অপরিচিত খাবার নয়

প্রথমবার ডেটে গিয়ে রেস্তোরাঁর মেন্যু দেখে নতুন কিছু অর্ডার করতে যাবেন না। আঠালো, রসুন কিংবা মশলার ঝাঁঝালো গন্ধযুক্ত খাবার খেতে গিয়ে শেষে বিপদে পড়তে পারেন। পরিচিত বা ইতিমধ্যে চেখে দেখেছেন, এমন কিছুই অর্ডার করুন। ধূমপান বা মদ্যপানের ব্যাপারেও সতর্ক থাকা উচিত।

Check Also

হঠাৎ পদত্যাগ! সবাইকে দুশ্চিন্তায় ফেলে বিদায় ঘোষণা দিলেন তিনি

পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির আর তিন সপ্তাহও বাকি নেই। এখনো পাকিস্তানের তিন ভেন্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *