Breaking News

পলকের সাথে তিশা-ফারুকীর সেলফি, জমজমাট আলোচনা ফেসবুকে

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘এটা তো আমার জন্য এক ধরণের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসবো ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, যেখানে না বলাটা মুশকিল।

শপথ নেওয়ার পরপরই তিশা-ফারুকির সাথে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি ছবি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় তিশা ফোন নিয়ে সেলফি তুলছেন,অন্যদিকে পলকের ঘাড়ে হাত রেখে হাস্যেজ্জ্বল পোস দিচ্ছেন তিশা ফারুকী। সোস্যাল মিডিয়ায় বিষয়টি রীতিমত ঝড় তুলছে।ফেসবুক অ্যাকটিভিস্টরা রীতিমত ছবিটি নিয়ে তাদের নানা মন্তব্য ছুড়ে দিচ্ছেন।

শাকিল নামের একজন বলেছেন,হিরো আলমতো অভিনয় জগতের লোক ,হিরো আলম কি দোষ করলো, তাকেও উপদেষ্টা পদ দেওয়া হোক। নুসরাত ইমোজি দিয়ে লিখেছেন বাহ হাসি পেয়ে গেল ।

কবির হোসেন লিখেছেন, আহো ভাতিজা আহো।

রানা লিখেছেন, প্রিয় ফারুকী ভাই, মাশরাফি,সাকিবের জগতে আপনাকে স্বাগতম।

জান্নাত লিখেছেন ,সেফুদাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে জোর করে উপদেষ্টা বানানো হোক।

উল্লেখ্য ছবিটি পলকের সাথে কবে তোলা তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *