Breaking News

মুহূর্তেই ভাইরাল হাসনাতের নতুন স্লোগান

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আগামীকাল রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। আজ শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরোপয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে। শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এর আগে নতুন একটি স্লোগান নিজের আইডিতে শেয়ার করেন হাসনাত আব্দুল্লাহ। নতুন স্লোগানে বলা হয়েছে, ‘সাঈদ-নুর-আসাদ ভাই; ফ্যাসিবাদের জায়গা নাই।

শহীদ সাঈদ নূর আসাদ; নিপাত যাবেই মুজিববাদ।’
হাসনাত আব্দুল্লাহ এ স্লোগান পোস্ট করার পর একই পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক উমামা ফাতেমা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় স্লোগানটি।

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *