Breaking News

জাতীয় পার্টি পিপীলিকা নয় বাজপাখি : মোস্তফা

জাতীয় পার্টি পিপীলিকা নয় বাজপাখি : মোস্তফা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি পিপীলিকা নয়, জাতীয় পার্টি বাজপাখি। জাতীয় পার্টিকে নিয়ে যারা ষড়যন্ত্রে নেমেছেন তারা সাবধান হয়ে যান। কত সাবান এলো গেল তিব্বত সাবান রয়ে গেল। জাতীয় পার্টি এত ছোট দল নয়, ৪২ বছরের দল, ৯ বছর সফলতার সঙ্গে এ দেশ পরিচালনা করেছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে এ দেশের মাটিতে কোনো প্রকার নির্বাচন হতে দেওয়া হবে না। রাজপথে থেকেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তফা বলেন, জাতীয় পার্টিকে মাঠ পর্যায়ে ঢেলে সাজিয়ে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করার মেসেজ দেওয়ার জন্য এই কর্মীসমাবেশ। প্রত্যেক ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটি শক্তিশালীভাবে গঠনের জন্য এখন থেকে প্রস্তুতি নিবেন। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে প্রতিটি কমিটি করার প্রস্তুতি গ্রহণ করবেন। রংপুর মহানগরে জাতীয় পার্টি ও তার প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন সংগঠিত আছে, যেকোনো মুহূর্তে আমাদের ডাক এলে রংপুরকে অচল করে দেওয়া হবে।

জাতীয় পার্টিকে নিয়ে নানা ষড়যন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলসহ যারা লিপ্ত আছেন তাদের উদ্দেশ্য করেন জাপার কো-চেয়ারম্যান বলেন, তাদের হুঁশিয়ারি করে দেওয়ার সময় এসেছে। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি, রংপুর জাতীয় পার্টির অস্তিত্ব, এই মাটিতে হুসেইন মুহাম্মদ এরশাদ শায়িত আছেন। এই পার্টিকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও জাতীয় পার্টির রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হলো আজকে দিনের অঙ্গীকার।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিনের সভাপতিত্বে কর্মীসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও মহানগরের সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম ও জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ আলী।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য রুহুল আমিন লিটন, মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক আনিসুর রহমান আনিস, তারাগঞ্জ উপজেলার সভাপতি শাহিনুর রহমান মার্শাল, বদরগঞ্জ উপজেলার সদস্যসচিব মাসুদ রানা, গংগাচড়া উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুক হোসেন মণ্ডল, জাতীয় যুব সংহতির রংপুর জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ, সদস্যসচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টির মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

কর্মীসমাবেশে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ওয়ার্ড, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *