Breaking News

এমবাপ্পে আবারও দলে নেই

চলতি মাসে ইসরায়েল ও ইতালির বিপক্ষে উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। তবে স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের।

এমবাপ্পে বর্তমান সময়ে ফ্রান্সের সেরা খেলোয়াড়। শুধু ফ্রান্স নয়, বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকাও তিনি। অথচ ফ্রান্স দলেই বিবেচিত হচ্ছেন না। তাই প্রশ্ন উঠছে তাহলে কি দিন দিন ব্রাত্য হয়ে যাচ্ছেন তিনি, নাকি চোটে পড়লেন বিশ্বকাপজয়ী এই তারকা। দেশম অবশ্য বলেছেন, এমবাপ্পের চোটজাতীয় কোনো সমস্যা নেই।

তার সাথে আলোচনা করেই নাকি দলের বাইরে রাখা হয়েছে তাকে। তবে ঠিক কী কারণে তাকে দলে রাখা হয়নি সেটা নিশ্চিত করেননি কোচ। পারফরম্যান্সের কারণেই তিনি বাদ পড়েছেন কিনা, সে বিষয়েও কিছু জানাননি দেশম।

গত মাসেও ফ্রান্স দলে ছিলেন না এমবাপ্পে।

তাকে ছাড়াই বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচ খেলেছিল ফ্রান্স। সে সময় ‘চোটসমস্যার’ কথা নাকি জানিয়েছিলেন কোচ।

Check Also

হঠাৎ পদত্যাগ! সবাইকে দুশ্চিন্তায় ফেলে বিদায় ঘোষণা দিলেন তিনি

পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির আর তিন সপ্তাহও বাকি নেই। এখনো পাকিস্তানের তিন ভেন্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *