Breaking News

রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন?

ছাত্র-জনতার বিক্ষোভের জেরে আওয়ামী লীগ সরকারের পতন ও পরে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে দেওয়া বক্তব্যের জেরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে বেশ কিছু গুজবও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত ১ নভেম্বর ‘নিপুণ রায় চৌধুরী বিএনপি’ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রকাশিত ওই ভিডিওতে বলা হয়, রাষ্ট্রপতি পদত্যাগ করে বঙ্গভবন ত্যাগ করেছেন। একই ভিডিও অন্য কয়েকটি পেজ থেকেও শেয়ার করা হয়েছে।

তবে এই দাবি ভুয়া এবং পুরনো কিছু ভিডিও ও ছবি এডিট করে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলছে, মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেননি, বরং পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ও ছবি প্রচার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিটিতে প্রচারিত ভিডিওতে রাষ্ট্রপতির বঙ্গভবন ছেড়ে যাওয়ার দাবিতে সংযুক্ত ফুটেজটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও এর ফুটেজের সঙ্গে মিল পাওয়া যায়৷

ভিডিওটার বর্ণনা পড়ে জানা যায়, রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন মনোনয়নপত্র দাখিলের পরবর্তী সময়ের ফুটেজ এটি। উক্ত ভিডিওটির সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের দাবির কোনো সম্পর্ক নেই। তা ছাড়া ভিডিওটিতে ব্যবহৃত অন্য ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানেও দেখা যায় সেগুলো মূলত পুরনো ও ভিন্ন ঘটনার দৃশ্য।

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *