Breaking News

যে কারণে জামায়াতের সঙ্গে মহাঐক্য চান ১২ দলীয় জোটের সমন্বয়ক!

জামায়াতকে বন্ধু ও মিত্র উল্লেখ করে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেছেন, আমরা জামায়াতের সঙ্গে মহাঐক্য চাই।

দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরে মিট দ্য প্রেসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এহসানুল হুদা বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে থেকে যারা নির্যাতিত এবং নিগৃহীত হয়েছেন তারা সবাই আমাদের বন্ধু। জামায়াতও নির্যাতিত, তাই তারাও আমাদের বন্ধু ও মিত্র। আমরা জামায়াতের সঙ্গে মহাঐক্য চাই।

তিনি বলেন, যারা ফ্যাসিজমকে সহযোগিতা করেছে- জাতীয় পার্টি, ১৪ দল ও কিছু ইসলামিক দল। তারা আমাদের বন্ধু না।

১২ দলীয় জোটের সমন্বয়ক বলেন, রাজনীতিতে কিছু কৌশল থাকে। সব কৌশল সব জায়গায় বলা যায় না। জামায়াত যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় সেটাও তার গণতান্ত্রিক অধিকার।

এহসানুল হুদা বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শের, আমার নেতা তারেক রহমান। আমি ওই জোটের অন্যতম মিত্র দল। আমি বিএনপির নেতাকর্মীদের মোকাবিলা করতে আসি নাই। তাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। সবাই মিলে একসঙ্গে কাজ করব।

তিনি বলেন, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার প্রয়োজন। আশা করি বর্তমান সরকার মৌলিক সংস্কার করে নির্বাচন দেবেন।

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *