Breaking News

দাবি না মানলে ঢাকা অবরোধ করবো: সনাতন ধর্মাবলম্বীরা

‘আট দফা দাবি না মানলে সারা দেশের সনাতনীরা ঢাকা অবরোধ করবে। তাই আমরা আগেই হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের দাবি মেনে নিন। আমাদের প্রভু রানা দাশগুপ্ত ও চিন্ময়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা প্রত্যাহার করুন।’

শনিবার (২ নভেম্বর) কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে আয়োজিত সনাতনীদের ৮ দফা দাবি বাস্তবায়নে গণসমাবেশ ও মিছিলের ব্যানারে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিভিন্ন সংগঠনের নেতারা। এই গণসমাবেশ ও মিছিলে কুমিল্লা শহর ও আশপাশের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, ‘৪৭-এর পর থেকে আমরা অত্যাচারিত। সরকার আসে সরকার যায়। বিগত সরকারের পতন হয়েছে। আমরা ভেবেছিলাম শান্তি পাবো। কিন্তু আর পেলাম কোথায়? আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে। আমাদের মা বোনদের ওপর হামলা হয়েছে। অথচ এই বিপ্লবে আমাদের অংশগ্রহণ কোনও অংশে কম নয়। সুতরাং আমাদের হয়রানি বন্ধ করতে হবে। না হয় সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চন্দন রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকশি, মহানগর আহ্বায়ক খোকন সাহা, পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি নির্মল পাল, সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, মহানগর সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ সাবেক মহানগর আহ্বায়ক শ্যামল কুমার কুন্ড, সাধারণ সম্পাদক শ্যামল দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ আহ্বায়ক উল্লাস দে শুভন, হিন্দু মহাজোট কুমিল্লা জেলা আহ্বায়ক অসীম বর্দ্ধন অপু প্রমুখ।

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *