Breaking News

খেলা হবে বলে হুংকা’র দিয়ে শামীম ওসমান পালিয়ে গেছে : নুর

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সমালোচনা করে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিগত ১৫ বছরসহ এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলে ওসমান পরিবারের দাপটে নারায়ণগঞ্জ ত্রাসের রাজত্বে পরিণত করেছিল। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে দলীয়ভাবে ব্যবহার করে তারা ত্বকী হত্যা ও সাত খুনসহ বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়েছে। খেলা হবে বলে হুংকার দিয়ে শামীম ওসমান খেলা শুরুর আগেই মাঠে ছেড়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে নুর বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের প্রত্যেকটি আসনেই ট্রাক প্রতীকে প্রার্থী দেয়া হবে। তিনি আশা করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের সকল পর্যায়ে নির্বাচন দেবে। সেই নির্বাচনগুলোতেও গণঅধিকার পরিষদ প্রার্থী দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ছাত্রজনতা দেশে যে পরিবর্তন এনেছে তা ধরে রাখতে হলে তারুণ্যের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী লীগের মতো আবারও কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করুক এটা কোনভাবেই হতে দেয়া হবে না। তাই রাষ্ট সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকার যে পর্যন্ত সময় নিতে চায় গণঅধিকার পরিষদ তা মেনে নিয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। তবে সেই সময়টা যেন সহনীয় পর্যায়ে থাকে।

এছাড়া রাজনীতির নামে দেশে সন্ত্রাসি, চাঁদাবাজি, দখলবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভোগান্তিসহ যে নৈরাজ্য চলছে তা বন্ধ না করলে এই সরকার জনগণের আস্থা হারাবে বলেও মন্তব্য করেন নুর। প্রশাসনের কেউ যদি এখনও ফ্যাসিবাদীদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে তাদের পরিণতিও তেমন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জুমবাংলা

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *