Breaking News

হঠাৎ যে পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহারী

সবাইকে ইসলামি বইমেলায় গিয়ে বই কেনার ও পড়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

তিনি বলেছেন, বই মনের জানালা প্রশস্ত করে। চিন্তার দক্ষতা বাড়ায়। কল্পনাশক্তিকে শাণিত করে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে মিজানুর রহমান আরও বলেন, বই পড়ে পৃথিবীর বিভিন্ন লেখকের সঙ্গে অথবা ভিনদেশী চিন্তা ও সভ্যতার সঙ্গে আমরা খুব সহজেই ইন্টারেক্ট করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কাটাতে, ছাপা বই একটি কার্যকর উপকরণ।

ইসলামী বইমেলায় আসার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, বইমেলায় আসুন। বই কিনুন। বই পড়ুন। প্রিয়জনদের বই উপহার দিন।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে মঙ্গলবার (২২ অক্টেবর) থেকে শুরু হয়েছে ইসলামী বইমেলা। ‌ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *