Breaking News

নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কর্নেল অলি! রিউমর স্ক্যানার থেকে যা জানা গেল

সম্প্রতি, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মন্তব্যের পর আলোচনা-সমালোচনার মধ্যে গত ২২ অক্টোবর তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধে করে মানুষ। এর প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানা আলোচনাার মধ্যেই ‘নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম’ শীর্ষক তথ্য বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল আইয়ের লোগো সম্বলিত একটি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হয়েছে। ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসুবকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কর্নেল অলি নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দাবিতে কোনো সংবাদ দেয়নি চ্যানেল আই বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল আই এর আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করে উক্ত দাবি প্রচার করা ্ হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল আই এর লোগো রয়েছে। তবে চ্যানেল আই এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, চ্যানেল আই কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্যও রয়েছে।

স্বাভাবিকভাবে কর্নেল অলি আহমেদ পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার কথা। কিন্তু মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পদত্যাগ করার আল্টিমেটাম দেওয়া হলেও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকার বা রাষ্ট্রপতির পক্ষ থেকে আসেনি।

সুতরাং, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দাবিতে চ্যানেল আই এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সুূুূত্রঃ রিউমর স্ক্যানার

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *