অন্তর্বর্তীকালীন সরকারকে অসংবিধানিক, অগণতান্ত্রিক ও অবৈধ সরকার উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারকার্যকে তামাশা মঞ্চস্থ করা হচ্ছে দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
ছাত্রলীগআজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো ‘অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবৈধ সরকারের দায়মুক্তির তামাশা এবং দেশরত্ন শেখ হাসিনাকে ঘিরে বিচারিক প্রহসন বন্ধের আহ্বান’ শীর্ষক এক সংবাদ বিবৃতিতে এই দাবি করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ছাত্রসমাজ অবাক বিস্ময়ের সাথে লক্ষ করছে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবৈধ সরকার কর্তৃক সরাসরি পরিচালিত ও প্রযোজিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বিচারিক প্রহসনের তামাশা মঞ্চস্থ হতে শুরু করেছে। জনগণের নির্ভরতা ও নিশ্চয়তার প্রিয় ঠিকানা দেশরত্ন শেখ হাসিনাকে ঘিরে কোনো ষড়যন্ত্রই বরদাশত করবে না বাংলাদেশের মানুষ।