সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
রোববার (২০ অক্টোবর) তেঁতুলিয়ায়ার কায়েৎপাড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার ক্ষমতার অপব্যবহার করে ছাত্রদের হত্যা করেছে। এ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
সারজিস বলেন, আন্দোলনে বিভিন্ন জেলায় গিয়ে দেখা গেছে, অনেকের মুখের গুলি মাথার পেছন দিয়ে বের হয়ে গেছে। অনেকের হাত নেই, পা নেই, কারো চোখ নেই। তাদের কেউ আর কখনো পৃথিবীর আলো দেখতে পারবেন না। চাইলেও পৃথিবীতে আর কখনো হাঁটতে পারবেন না। এ রকম শহীদের সংখ্যা প্রায় দুই হাজারেরও বেশি। আহত মানুষের সংখ্যা প্রায় ৪০ থেকে ৫০ হাজার।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বিকে ম্যাসেঞ্জার অডিও কলে হুমকি দেওয়ার অভিযোগে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার বিরুদ্ধে গত ১৬ অক্টোবর পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সূত্র : কালবেলা