Breaking News

গাজীপুরে উ”ত্তে”জক ঔ”ষধ সে”বন করে স্বামী-স্ত্রীর মৃ”ত্যু

গাজীপুরে মহানগরের কাশিমপুরে যৌ”ন উ”ত্তে”জক ও”ষুধ সে”বন করার পর স্বামী ও স্ত্রীর মৃ”ত্যু হয়েছে। রোববার দিনগত রাতে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার জাহিদ কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নওগাঁ জেলার মান্দা থানার কয়লাবাড়ি এলাকার ফাছির উদ্দিনের ছেলে মো. ফিরোজ হোসেন (২৭) ও তার স্ত্রী নেত্রকোনা জেলার আটপাড়া থানার সর্বমৈশা এলাকার সবুজ মিয়ার মেয়ে তাহমিনা আক্তার লিজা (২০)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গাজীপুর কাশিমপুরের সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার জাহিদ কলোনির ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ফিরোজ ও তার স্ত্রী লিজা আক্তার।

মাসখানেক আগে লিজা চাকরি ছেড়ে দেন। রোববার তারা হকারের কাছ থেকে যৌ”ন উ”ত্তে”জক ট্যাবলেট কিনে সে”বন করেন। রাত দেড়টার দিকে তাদের হৈচৈ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উভয়কে বি”ব”স্ত্র অবস্থায় পান। এ সময় ওই দম্পতি স্থানীয়দের কাছে যৌ”ন উ”ত্তে”জক ওষুধ সেবনের কথা বলেন।

প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ”ত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Check Also

এবার যে চমক দেখালেন ড. ইউনূস!

৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *