Breaking News

ওজন নিয়ে চিন্তা, ঠেকাবে বিশেষ ধরনের মাশরুম

ওজন বৃদ্ধি নিয়ে অনেকেই মহাটেনশনে থাকেন। অনেকেরই যখন সহসাই কাজ হয় না, তখন টেনশনের মাত্রাটা আরো বেড়ে যায়। তবে ওজন নিয়ে টেনশনের কারণ নেই, আছে এর মহৌষধ। ওজন ঠেকাবে এবার বিশেষ ধরনের মাশরুম।

গ্যানোডেরমা লুসিডাম মাশরুম। তাইওয়ানের গবেষকরা বলছেন যে, কয়েকশ’ বছর ধরে চীনা ওষুধে ব্যবহার করা হচ্ছে এমন একটি মাশরুম, যা প্রাণির ওজন বৃদ্ধি কমিয়ে দেয়।

নেচার কমিউনিকেশনে প্রকাশিত গবেষণা প্রবন্ধে এ ধারণা দেয়া হয় যে, গ্যানোডেরমা লুসিডাম নামের মাশরুম অন্ত্রে ব্যাকটেরিয়া পরিবর্তন করে ওজন বৃদ্ধির গতি ধীর করে দেয়।

তবে গবেষকরা বলেন, কোলার ক্যানের মধ্যে যদি মাশরুমের নির্যাস দেয়া হয় তাহলে তা অবশ্য ওজন কমাতে সাহায্য করবে না।

চ্যাঙ গুঙ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, লুসিডাম মাশরুম দীর্ঘদিন ধরে ভালো স্বাস্থ্য ও দীর্ঘ জীবনের পাওয়ার জন্য বিক্রি করা হতো। মাশরুমটি পরীক্ষা করে দেখা হয় ইঁদুরের ওপর।

গবেষকরা কয়েকটি ইঁদুরকে উচ্চমাত্রার চর্বিযুক্ত খাওয়ানোর দুই মাস পর দেখতে পান যে, সেগুলো ৪২ গ্রাম ওজন হয়েছে। অন্যদিকে যেসব ইঁদুরকে একইসাথে উচ্চমাত্রায় মাশরুম নির্যাস খাওয়ানো হয়েছে, সেগুলোর ওজন হয় মাত্র ৩৫ গ্রাম।

এগুলোকে যদি সাধারণ খাবার খাওয়ানো হয়, তবে সেগুলোর রোগা গড়নই থাকছে। রিপোর্টে গবেষকরা বলেন, মাশরুমের নির্যাস ওজন কমানো ও টাইপ টু ধরনের স্থুল ডায়াবেটিক রোগীদের জন্য ব্যবহার করা যেতে পারে।

তবে তার জন্য মানুষের ওপর আরো পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন বলেও তারা মত দিয়েছেন।

Check Also

হঠাৎ যে কারণে পদত্যাগ…

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। বাংলা একাডেমির মহাপরিচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *