Breaking News

কুকুর বানিয়ে স্বামীকে শহর ঘোরালেন স্ত্রী

ব্রাজিলে কুকুর সাজিয়ে স্বামীকে পুরো শহর ঘোরালেন স্ত্রী। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন মতে, ওই নারীর নাম লুয়ানা কাজাকি। তার স্বামী আর্থার ও উরসো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা কয়েকটি ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁর টেবিলে বসে আসেন লুয়ানা।

টেবিলের পাশে তার স্বামী মুখোশ পরে কুকুরের ভঙ্গীতে বসে আছেন। এ সময় স্ত্রী একের পর এক খাবার খাচ্ছেন। দৃশ্যটি ভিডিও করে অনেকেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ]

স্বামীর মুখে লাগানো দেখতে কুকুরের মতো সাদাকালো মুখোশ। গলায় বাঁধা বেল্ট। বেল্টের এক প্রান্ত ধরে আছে স্ত্রী। গেলেন শপিংমল ও রেস্তোরাঁয়। রেলস্টেশনে গলায় বেল্ট ও কুকুরের মুখোশ পরা স্বামী চার হাত-পায়ে হাঁটার ভঙ্গিতে চলছেন। স্ত্রী তার গলায় হাত বুলিয়ে দিচ্ছেন। তবে মুখোশ পরা স্বামীর চেহারা বাইরের লোক দেখতে পায়নি।

সেখানে তারা দাঁড়িয়েও পোজ দিয়েছেন। এ বিষয়ে লুয়ানা বলেন, তারা নিজেদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়াতেই এই কাজ করেছেন। ওই তরুণী আরও বলেন, মানুষ কী মনে করবে, তাতে আমার কিছু যায় আসে না। আমি কোনো অপরাধ করিনি। কাউকে বিরক্ত করিনি। ফলে কারও সমস্যা হওয়ার কথা না

Check Also

হঠাৎ পদত্যাগ! সবাইকে দুশ্চিন্তায় ফেলে বিদায় ঘোষণা দিলেন তিনি

পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির আর তিন সপ্তাহও বাকি নেই। এখনো পাকিস্তানের তিন ভেন্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *